কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়া ঢালারমুখ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বনবিভাগ। এ সময় সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় নির্মিত একটি অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ করা হয়।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান জানান, সংরক্ষিত বনভূমির প্রায় ১ একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি। বিষয়টি জানার পর বনবিভাগ তার বিরুদ্ধে গত ২ জুলাই ফরেস্ট আইনে মামলা দায়ের করে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি আমলে নিয়ে অবৈধ স্থাপনাটি পাঁচ কার্যদিবসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে গতকাল এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, বন বিভাগের আওতাধীন সংরক্ষিত জায়গায় অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। ভবিষ্যতে বনভূমি দখলের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।