চবি ৩৩ ব্যাচের মৌসুমি ফল উৎসব’

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রঙ আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। এ সময় দেখা মেলে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ নানা ফল। এসব ফলের স্বাদ নিতে গত শুক্রবার নগরীর আমিরবাগ উপলতা ভবনে চবি ৩৩ ব্যাচ আয়োজন করে ‘মৌসুমি ফল উৎসব’। ফল উৎসবে ৩৩ ব্যাচের সদস্য মুজেলুজ্জামান , এরিনা সুলতানা, মাহমুদ, মারুফ, সাজ্জাদ, ইসমাইল, সুইট, হেদায়েত, শাম্মী, জুনায়েদ, ফরহাদ, রাশেদ, পাভেল, রেজোয়ানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপরিবেশগত সংকট দ্রুত নিরসনে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বনের জায়গায় পাকাবাড়ি, উচ্ছেদে অভিযান