চন্দনাইশ সমিতি–চট্টগ্রাম কার্যকরি কমিটির এক সভা গত ১২ জুলাই নগরীর ষোলশহর ২নং গেইটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, চন্দনাইশ সমিতি
চট্টগ্রামের পক্ষ থেকে জাহানারা–মোনাফ ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এছাড়াও ডা. খাজা হোসাইন মো. কাউছারের নেতৃত্বে ২০ জনকে বিনামূল্যে খতনা করা হয়। এছাড়াও সভায় প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে বর্ষা মৌসুমে চন্দনাইশে ব্যাপকভাবে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।