ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আগামী ১৬ জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম) অনুষ্ঠিতব্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা২০২৫ উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেরসিএমপির আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল১০টায় দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে পুলিশি নিরাপত্তা পরিকল্পনা এবং করণীয় বিষয়াদি উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণের বক্তব্য শুনে সভাপতি সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমন্বয় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, পিডিবি, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস চবির রজতজয়ন্তী উৎসব আজ
পরবর্তী নিবন্ধরাস্তা দখল করে ব্যবসা ও পার্কিং, ফটিকছড়িতে ৮ জনকে জরিমানা