লোহাগাড়ায় দ্রুতগতির বাইকের ধাক্কায় আবদুল হাফেজ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবদুল হাফেজ উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান বকসু বর পাড়ার মৃত ফৌজুল কবিরের পুত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া স্টেশন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাইক আবদুল হাফেজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন।