রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেটের নতুন কমিটি সমপ্রতি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান। ২০২৪–২০২৫ রোটারি বর্ষের সভাপতি রোটারিয়ান এস.এম মুহিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট রোটারিয়ান এ. কে.এম. শহীদুল্লাহ চৌধুরী, ক্লাব ট্রেইনার পদে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, এস.এম. মুহিবুর রহমান, আব্দুল কাইয়ুম ফরহাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল বিন আবেদীন রুবায়েত, আরমানুল হাকিম চৌধুরী, মো. শামীম রেজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এফ.এম. ফয়সাল কবির, ট্রেজারার অলোকা তায়মুর। অন্যান্য কর্মকর্তারা হলেন আলী নূরী মিলটন, মো. মিজানুর রহমান, ড. ফজল করিম বাবুল, মাফরুল হক, সাদমান সাঈকা সেফা, প্রকৌশলী মোহাম্মদ এমরান, তানবীর আহমেদ, প্রকৌশলী ফয়সাল আল আরাফাত, মোস্তফা আসরাফুল ইসলাম আলভী, ড. জয়নাল আবেদিন মুহুরি, অ্যাডভোকেট মো. জোবায়ের হোসেন শিবলু, মো. মিজানুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ এমরান, ড. কামাল হোসেন জুয়েল, প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, মোহাম্মদ মনোয়ারুল হক, নোমান বিন জহিরউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।