সিরিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর ওপর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ওই এলাকাটিকে অসামরিক এলাকা হিসেবে রেখে দেওয়ার ও স্থানীয় সংখ্যালঘু দ্রুজদের রক্ষার প্রত্যয় জানিয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলের সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে তাদের সঙ্গে দ্রুজদের সংঘাত শুরু হয়। খবর বিডিনিউজের।
এই পর্যায়ে ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে। সোমবার তারা ওই অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালানোর পর মঙ্গলবার ফের হামলা চালায়। ঘটনাস্থল থেকে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, তারা ড্রোনের আওয়াজ এবং দ্রুজ অধ্যুষিত শহর সুইদায় অন্তত চারবার হামলা চালানোর শব্দ শুনেছেন, পরে ক্ষতিগ্রস্ত একটি ট্যাংককে টেনে নিয়ে যেতে দেখেছেন। টানা গুলি ছোড়ার শব্দের পাশাপাশি মাটিতে তিনটি মৃতদেহ পড়ে থাকতেও দেখেছেন।