সাফ অনূর্ধ্ব–২০ মেয়েদের ফুটবলে আগের দিন বৃষ্টির কারণে কিংস অ্যারেনার অনুপযুক্ত মাঠে বিরতির পর খেলা হতে পারেনি। তিন ঘণ্টা পর পাশে অনুশীলন মাঠে খেলতে হয়েছে। গতকাল বুধবার এই অনুশীলন মাঠেই খেলা হয়। বাফুফে তা নিশ্চিত করেছে। গতকাল সাফ সূত্র জানায়, বৃহস্পতিবারও অনুশীলন মাঠে খেলা হবে। দুই দিনে মোট চারটি ম্যাচ হওয়ার কথা অনুশীলন মাঠে। তবে শেষ দিন খেলা কোন মাঠে হবে তা নিশ্চিত হয়নি। এ দুদিন অবশ্য অনুশীলন মাঠে দর্শকরা খেলা দেখতে পারবেন না। চারটি ম্যাচই হবে দর্শকবিহীন।
এদিকে আজ ৪৮ ঘণ্টার মধ্যে দুবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। মঙ্গলবার ডাবল লিগ পদ্ধতির প্রথম লেগের শেষ ম্যাচে দুই ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় ভুটানকে ৪–১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে তারা। এর আগে বেলা তিনটায় লড়বে নেপাল ও শ্রীলঙ্কা। দুটি ম্যাচই সমপ্রচার করবে টি স্পোর্টস।
এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে দুবার ভুটানের মুখোমুখি হলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী অধিনায়ক আফঈদা খন্দকার। বুধবার রিকভারি সেশন শেষে তিনি বলেছেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল। দুই মাঠে খেলা হয়েছে। মাঝের সময়টা বসে থাকতে হয়েছে। আজ রিকভারি সেশন করেছি। কোচ আমাদের সঙ্গে বসেছেন। গত ম্যাচে যে ভুলগুলো ছিল তা ধরিয়ে দিয়েছেন। সামনের ম্যাচেও কী করতে হবে তা বলে দিয়েছেন। সামনের ম্যাচে আরও ভালো খেলবো আশা করি।’