চন্দনাইশে বাসের ধাক্কায় পথচারী নিহত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চন্দনাইশ কাঞ্চননগর এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম রফিক কোম্পানী (৬০)। গত মঙ্গলবার ঘটনা ঘটে। নিহত রফিক কোম্পানী উপজেলার কাঞ্চননগর নয়াপাড়া এলাকার মৃত নুরু ছফার ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার সময় রফিক কোম্পানী নামের ওই ব্যক্তি সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার সময় তিনি মারা যান। দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করে। ঘটনার ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম। তবে চালক পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপদুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল