সাবেক এমপি নদভীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন রাসেল উদ্দীন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, রাসেল উদ্দীন সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরে সাবেক এমপি নদভীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধনগর যুবলীগের সহ-সভাপতি সাকু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরিমান্ডে আরো ২ আসামি, মোট গ্রেপ্তার ৭