নগর যুবলীগের সহ-সভাপতি সাকু গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরের হামজারবাগের অনির্বাণ ক্লাব নামের একটি সামাজিক সংগঠনের অফিস থেকে নগর যুবলীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকুকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, অনির্বাণ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা। কয়েকমাস আগে ক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সাকু। তখন নির্বাচন বন্ধ করে দেয় পুলিশ। এরপর সাকুসহ অন্য নেতারা আড়ালে চলে যান। সম্প্রতি আবারও ক্লাবে তৎপরতা শুরু করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন খবরের ভিত্তিতে অনির্বাণ ক্লাব থেকে সাকুকে গ্রেপ্তার করা হয়। ওই ক্লাবে বেশ কিছুদিন ধরে সাকু প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় আড়ালে চলে যান। সম্প্রতি ক্লাবে আসতে শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধফাঁকা থেকে যাবে কলেজগুলোর ১৩ লাখ আসন
পরবর্তী নিবন্ধসাবেক এমপি নদভীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার