বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ সাইফুল ইসলাম আলিফ এ দেশের তাওহিদি জনতার অগ্রসেনানী। আলিফরাই এ দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আলিফের মতো সাহসী যুবকরা যতদিন এ দেশের মাটিতে জন্মলাভ করবে, ততদিন কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা–সার্বভৌমত্ব বিপন্নের ষড়যন্ত্রে সফল হতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ আলিফ আমাদের ইমাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচি জুলাই–গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে শহীদ আলিফের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় শহীদ আলিফের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও শহীদ সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দীন। অতিথি ছিলেন দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












