তাদের এমনসব চক্ষু রয়েছে, যেগুলো দ্বারা তারা দেখে না এবং তাদের এমনসব কান রয়েছে, যেগুলো দ্বারা তারা শুনে না,
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ১৭৯) সূরা আল–আ’রাফ
যতক্ষণ পর্যন্ত মনে আনন্দ পাও, ততক্ষণ কোরান শরীফ পাঠ কর, আর যখন ভাল না লাগে তখন রাখিয়া দাও।
–আল হাদীস (বোখারী, মোসলেম)।
নীতিবান বর্জিত মানুষ পশুর সমান।
– জর্জ রিচার্ড।