চট্টগ্রামের নতুন ব্রিজের পূর্বদিকে বাস্তুহারা এলাকায় এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত যুবকের নাম মুহাম্মদ সাকিল। সে বাঁশখালী সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং আবু তাহেরের বড় ছেলে।
রোববার (১৩ জুলাই) সকালে স্থানীয়রা নতুন ব্রিজের পূর্বদিকে বাস্তুহারা এলাকায় ভাড়া বাসায় গন্ধ বের হলে ওই এলাকার স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, কে বা কারা রাতের অন্ধকারে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।