সুতরাং তার অবস্থা কুকুরের ন্যায়– তুমি তার উপর হামলা করলে সেটা জিহ্বা বের করে দেয় এবং ছেড়ে দিলেও জিহ্বা বের করে দেয়।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৭৬) সূরা আল–আ’রাফ।
ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহতায়ালা লানত বর্ষণ করেন।
– আল–হাদীস (আবু দাউদ, তিরমিজী)।
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক মহৎ।
– হোমার।