চবিতে শেষ হল জাতীয় আইন অলিম্পিয়াড

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের (এসসিএলএস) উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় আইন অলিম্পিয়াড। গতকাল শনিবার ছিল দুই দিনব্যাপী এ আয়োজনের শেষদিন।

চবির এ কে খান আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফাইনালিস্ট বিশ্ববিদ্যালয় হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব লিগাল স্টাডিজ (সাউথ) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়েছে।

সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, চবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটওয়ারী, চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইন। সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী।

অলিম্পিয়াডে দেশের ৩০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডের ৫টি পর্বে তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ আইনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতা তুলে ধরেন। বাংলাদেশের আইন শিক্ষাকে নতুন মাত্রার এগিয়ে নিতে এসসিএলএস কাজ করে যাচ্ছে। ২০১৬ সালে সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন ধরনের জাতীয় প্রতিযোগিতা, সেমিনার ও সিম্পোজিয়াম, মুট কোর্ট কম্পিটিশন আয়োজন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধবাপ্রাশিসকস বিভাগীয় কমিটির সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় খাল পরিদর্শনে ইসরাফিল খসরু