রাঙ্গুনিয়ায় ঘরের চালে বজ্রপাতের কিছু অংশ পড়ে ভেতরে থাকা নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে উপজেলার সরফভাটা বড়বাড়ি সংলগ্ন খলিফাপাড়া মসজিদের পেছনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার ফজল করিমের ছেলে আনিসুর রহমান (১৮) এবং তার খালা ইয়াসমিন আক্তার (২৭)। বর্তমানে তারা চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইয়াসমিন আক্তারের বোন আঞ্জুমান আরা বেগম জানান, দুপুরের পর ভারী বৃষ্টিপাত হলে হঠাৎ বড় একটি বজ্রপাত হয়। এতে এরকিছু এসে পড়ে তাদের ঘরের টিনের চাউনিতে। এসময় রান্নাঘর থেকে বালতি হাতে মূল ঘরে আসছিলেন ইয়াসমিন। হঠাৎ বজ্রপাতে তিনি অচেতন হয়ে নাকমুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। একই সময় আহত আনিসুর রহমানের পায়ের কাছে বজ্রপাতের কিছু অংশ পড়লে তার পুরো পা ঠান্ডা হয়ে গিয়ে পুরো শরীরজুড়ে অচলাবস্থা সৃষ্টি হচ্ছিলো। এছাড়া চাউনির টিনেও সামান্য আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রুমি দাশ জানান, তাদের বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হয়েছিলো। এসময় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ম্যাডিকেলে প্রেরণ করা হয়।