চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর টিম ইভান্স–এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় অনলাইনে অনুষ্ঠিত অত্যন্ত ফলপ্রসূ ও ভবিষ্যতমুখী এই সভাটির সমন্বয় করেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত একাডেমিক ব্যক্তিত্ব প্রফেসর এ এস এম নোমান। এ
ই সভায় অংশ নেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অফিসের ডাইরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর সাদাত জামান খান। সভার মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, প্রযুক্তি হস্তান্তর এবং নগর আধুনিকায়নের জন্য বিশেষজ্ঞ পরামর্শ বিনিময়সহ একটি বিস্তৃত অংশীদারিত্ব গড়ে তোলা। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কনকর্ডিয়া ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পরিকল্পনা, যার আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়, যেমন, স্থাপত্য, প্রকৌশল, স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে বিনিময় প্রোগ্রাম চালুর সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও, এই সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাসমূহকে আধুনিকায়নের লক্ষ্যে ‘সিটি গভর্নমেন্ট ইনোভেশন অ্যান্ড সার্ভিস ইনকিউবেটর’ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।