পোর্ট সিটি ইউনিভার্সিটির সিন্ডিকেট বাজেট সভা

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:৩৪ অপরাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির সিন্ডিকেট বাজেট সভা উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা জহির আহম্মেদ রতন উপস্থিত ছিলেন। ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৫২০২৬ অর্থ বছরের জন্য ৭৩,৬৫,৩০,০০০ টাকার বাজেট উপস্থাপন করেন। শিক্ষার মান উন্নয়নের জন্য সভায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ মোট ৪৯,১৪,৫০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আয়, রিজার্ভ ফান্ড ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের অনুদানের অর্থ থেকে এই ব্যয় নির্বাহ করা হবে। সভায় উপস্থিত সকল সদস্য এ বাজেটকে যুগোপযোগী বাজেট হিসাবে আখ্যায়িত করে ট্রাস্টি বোর্ডের চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেন। সভায় ২০২৪২০২৫ অর্থ বছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বার্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. এম মজিবুর রহমান, ইউজিসি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও শৃঙ্খলা বিষয়ক অধিশাখা) জহিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচলো বৃষ্টিতে ভিজি
পরবর্তী নিবন্ধহালিশহরে আগুনে পুড়ল দোকান