কোলাব্যাঙ

আব্দুস সালাম | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:৩০ অপরাহ্ণ

বর্ষাজলে নাইতে নেমে

ডাকছে ঘ্যাঙর ঘ্যাং

দেখতে নাকি হোৎকা পেটো

নাম যে কোলাব্যাঙ ।

 

বললো খুকু, গান ধরেছিস

থামবি কখন, রাতে?

তাও যে দেখি থামিস না আর

নেই কোন কাজ হাতে?

 

বলিস কি তুই ! থাকবি জলে

জলেই বাড়িঘর?

দেখবি বাপু ঠাণ্ডা লেগে

আসতে পারে জ্বর!

 

আসবে তেড়ে শিংগি মাগুর

ট্যাংরা চিতল বোয়াল

খুব ভয়ংকর ! গিলে খাবে

মস্ত ওদের চোয়াল।

পূর্ববর্তী নিবন্ধতরুণ মাঝি
পরবর্তী নিবন্ধখেলার সাথী