ছাত্ররা আটক করে পুলিশে দিল পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিমকে

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে নগরীতে আটক করে পুলিশে দিল বৈষম্য বিরোধী ছাত্ররা।

নগরীর ২নং গেট এলাকায় সুলতান ডাইনে তার মেঝ মেয়ে ওয়াফিয়া ইনজামের জম্মদিন অনুষ্ঠান থেকে শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপি নেতাকর্মীরা তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেয়।

পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম ইনজামুল হক জসিম (৪৯) গত ২০২৪ সালের ৪ আগস্ট পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অভিযোগ, গেল বছরের জুলাই-আগস্টে পটিয়ায় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন ইনজামুল হক জসিম।

শনিবার রাতে তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে খবর দেয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ তার ফেসবুক পোস্টে জসিম চেয়ারম্যানকে গ্রেপ্তারের ভিডিও ও ছবি পোস্ট করে লিখেন- ‘যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে, আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, যেহেতু তার বিরুদ্ধে পটিয়া থানার বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। সেহেতু আমরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করব। তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, তাকে গ্রেপ্তারের বিষয়টি জানতে পারছি। তবে তাকে এখনো পটিয়া থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তার কয়েকটি মামলা রয়েছে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি নদভীর পিএস রাসেল কোতোয়ালীতে আটক
পরবর্তী নিবন্ধপ্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি