বাসের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী নারীর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বিকাশ ত্রিপুরা (৩১) নামে আরও একজন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত নারী গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী এবং আহত ব্যক্তিও একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

জানা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিরাঙ্গাগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় দিবালা ত্রিপুরা নামে ওই নারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাইক চালকও গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আসলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। ঘটনার পর মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি পরিবহন ও মোটরসাইকেলটি আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন। মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধপিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধপ্র্রাথমিক সহকারী শিক্ষকদের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন