আজ ডা. এস. এম. মোস্তফা কামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক, ইউএসটিসির কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এস. এম. মোস্তফা কামালের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমের নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, বন্ধু, সহকর্মী ও শুভচিন্তকদের আন্তরিক দোয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদকসহ চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় অঙ্গনের বহু সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ডবলমুরিং থানা শাখার সালাতু সালাম মাহফিল