জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গতকাল দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম আহ্বায়ক মুহম্মদ ওসমান খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শওকত আকবর, যুগ্ম আহ্বায়ক এডভোকেট লিটন কান্তি গুহ, যুগ্ম আহ্বায়ক ফজলে আজিম দুলাল, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী প্রমুখ দৈনিক আজাদী কার্যালয়ে আসেন। জাপা নেতৃবৃন্দ দৈনিক আজাদী সম্পাদক এবং পরিচালনা সম্পাদকের সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।