রামুতে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের একটি নদী থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ইউনিয়নের শহরআলীর চরের এলাকার একটি নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও পরিচিতরা ঘটনাস্থলে ছুটে যান এবং লাশটি শনাক্ত করেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নগরে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমীরসরাই-ফটিকছড়ি সড়কে ৫ দিন ধরে বন্ধ যান চলাচল