শঙ্খ নদীতে পাহাড়ি ঢলের সাথে আসা লাকড়ি আহরণ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এক যুবক। অবশেষে ৩ দিন পর নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শঙ্খ নদীর চরতী এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২২)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা এবং পুরানগড় ইউনিয়নের একজন রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে শঙ্খ নদীতে পাহাড়ি ঢল নেমে আসে। পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা লাকড়ি ধরার সময় গত বৃহস্পতিবার বিকেলে সাইফুল ইসলাম নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা একাধিকবার সন্ধান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার দুপুরে নদীর চরতী এলাকায় সাইফুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের সহায়তায় তার ভাই জমির উদ্দীন ও ভগ্নীপতি গিয়াস উদ্দীনি ঘটনাস্থলে এসে সাইফুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পুরানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দীন জানান, সাইফুল ইসলাম কয়েক মাস আগে এলাকার নিপেন্দ্র মাস্টারের ভাড়া বাসায় উঠে। তিনি পুরানগড় ইউনিয়নের এ ব্যক্তির সাথে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। তার বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নে। গত বৃহস্পতিবার বিকেলে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা লাকড়ি আহরণ করতে গিয়ে হঠাৎ সে নিখোঁজ হয়। অবশেষে গতকাল শনিবার দুপুরে শক্সখ নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।