কাল টিআইসিতে রবীন্দ্রনাথের বর্ষার গান

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। যার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানে শিল্পী মিসকাতুল মুমতাজ পরিবেশন করবেন বর্ষা ঋতুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের গান। যার শিরোনাম -‘বৃষ্টির আলিঙ্গনে : রবীন্দ্রসংগীতের এক সুরেলা সফর’। শিল্পীর পরিবেশনার সাথে থাকবেন তবলায় সুসান্ত কর চৌধুরী, কিবোর্ডে কাঞ্চন চন্দ্র দাস, বাঁশিতে সুজন দাস, গিটারে শাহ নেওয়াজ, ভায়োলিনে শ্যামল চন্দ্র দাস, এস্‌্রাজে রেজাউল করিম রেজু, পারকাসনে মো. ফারুক। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপু বিশ্বাসের জামিননামা দাখিল আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধইসরায়েলের যুদ্ধের সমালোচক জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা