জুলাই আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিননামাটি দাখিল করা হয়েছে। আদালতের পেশকার ওমর ফারুক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য নিশ্চিত করে বলেন, হাই কোর্টের আদেশে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ২ জুন হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছে তিনি। জামিনের মেয়াদ শেষের দিকে। উচ্চ আদালতের নির্দেশে অপু বিশ্বাস সিএমএম কোর্টে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইবো। এনামুল হক নামের এক ব্যক্তি জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন।