ইন্টার মিয়ামির জার্সি গায়ে মাঠে আরও একটি সুন্দর দিন কাটিয়েছেন লিওনেল মেসি। বুধবার রাতে ফক্সবোরো ম্যাসাচুসেটসে জোড়া গোল করেছেন তিনি। আর্জেন্টাইন তারকার আলো ছড়ানোর দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২–১ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে মিয়ামি। এমএলএসে টানা দ্বিতীয় জয় তুলে নিলো মিয়ামি। এতে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে মেসিরা। অন্যদিকে নিউ ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচে হারলো এবং সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি। গত শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ৪–১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এমএলএসে পুনরায় খেলা শুরু করেই জোড়া গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। অর্থাৎ সর্বশেষ দুই ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। তিনি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি চারটি টানা ম্যাচে একাধিক গোল করেছেন এবং প্রতিটিতেই তার দল জয় পেয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ১৪ গোল করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে আর্জেন্টাইন তারকার গোলের সংখ্যা ২০টি।