৫ বলে ৫ উইকেট আইরিশ অলরাউন্ডারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

প্রথম ১০ বলে খরচ ১৬ রান। পরের পাঁচ বলে আর কোনো রানই দিলেন না কার্টিস ক্যাম্ফার। এই পাঁচ বলের প্রতিটিতে তিনি শিকার করলেন উইকেট। আইরিশ অলরাউন্ডারের নাম উঠে গেল ইতিহাসের পাতা। প্রথম ক্রিকেটার হিসেবে পুরুষদের পেশাদার ক্রিকেটে টানা পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ক্যাম্ফার। ক্রিকেট আয়ারল্যান্ডের ইন্টারপ্রভিন্সিয়াল টিটোয়েন্টি ট্রফিতে মুনস্টার রেডসের হয়ে নর্থওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে বিরল এই স্বাদ পেয়েছেন ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। ক্যাম্ফার পাঁচ উইকেট নিয়েছেন দুই ওভার মিলিয়ে। ডাবলিনে বৃহস্পতিবার ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ওয়ারিয়র্সের ইনিংসের দশম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে তিনি দেন ৮ রান। নিজের পরের ওভারে একটি ছক্কা হজম করে প্রথম চার বলে দেন আরও ৮ রান। এরপরই শুরু তার উইকেট শিকারের অভিযান। ওই ওভারের শেষ দুই বলে জ্যারেড উইলসনকে বোল্ড করার পর গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করেন মুনস্টার রেডস অধিনায়ক। নিজের পরের ওভারে প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ক্যাচ দিয়ে ফেরেন ম্যাকব্রাইন। পরের বলে কিপারের গ্লাভসে ক্যাচ দেন রব মিলার। তৃতীয় বলে জশ উইলসনকে বোল্ড করে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি ইতিহাসে নাম লেখান ক্যাম্ফার। একপর্যায়ে ৫ উইকেটে ৮৭ থেকে ৮৮ রানে গুটিয়ে যায় ওয়ারিয়র্স! ১০০ রানের জয় পায় ক্যাম্ফারের দল। বল হাতে ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট নেওয়ার আগে, ব্যাটিংয়ে ৪ ছক্কা ও ২ চারে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরার স্বীকৃতি পান তিনিই।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধরিয়াল অধ্যায় শেষ করলেন মদ্রিচ