মোহরায় ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলোসাগর সর্দার (৩৮), রুবেল সর্দার (৩৪), মো.শাহাদাত হোসেন রিপন (৩৬) ও মো.জাফর (৪৫)

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী নগরের চান্দগাঁও থানা এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে নগরের মধ্যম মোহরা এলাকার কাশেম কলোনির একটি টিনশেডের ভাড়া বাসা থেকে ৩টি ট্রাভেল ব্যাগ ও ১টি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ কৌশলে রাখা ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসার কথা জানায়।

পূর্ববর্তী নিবন্ধপানির স্রোতে ব্রিজের দুপাশে ভাঙন, যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে আউটকাম বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা