প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক ২০২৫–২০২৬ ও ২০২৬–২০২৭ মেয়াদের জন্য বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এই পদে আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হলেন।
আমিরুল হক দেশের অন্যতম বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, এছাড়াও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যিনি প্রায় চার দশক ধরে বাণিজ্য ও শিল্প খাতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি–এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। দেশের পেট্রো–কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্য তেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিল্পখাত উন্নয়নে তার সক্রিয় অবদান রয়েছে।
একইসঙ্গে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (CIP) হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।