কর্ণফুলীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ১২:৪৬ অপরাহ্ণ

পানিবন্দি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজখবর নিতে সফর করেন জামায়াতে ইসলামী কর্ণফুলী শাখার আমির মনির আবছার চৌধুরী।

এ সময় তিনি পানিবন্দি মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ উপহার প্রদান করেন।

বুধবার (০৯ জুলাই) উপজেলার জুলধা ইউনিয়নের বিভিন্ন এলাকা সফর করেন উপজেলা জামায়াতের নেতারা।

মনির আবছার চৌধুরী বলেন, পানিবন্দি মানুষদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

যত দিন এ দুর্যোগ থাকবে, তত দিন জামায়াত-শিবির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন।’

এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইলিয়াস মেম্বার, জুলধা ইউনিয়নের সহ-সভাপতি আবদুস সালাম, জামায়াত নেতা মনু সওদাগর, সুলতান সওদাগর, সাদ্দাম হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ৬ লাখ টাকার গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গৃহবধূকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করল স্বামী