আহলে বায়তের বিরোধিতা করে এজিদ বাহিনী লানতপ্রাপ্ত হয়েছেন

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে কারবালা মাহফিলের ৫ম দিবসে বক্তারা

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্‌ শরিফ (হামজার বাগ বিবিরহাট) সংলগ্ন মাদরাসাই শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়তনে কারবালা মাহফিলের ৫ম দিনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গোলাম মোস্তফা মো. শায়েস্তা খান আযহারীর সভাপতিত্বে ৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. জসিম উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের খতিব কাজী হাবীবুল হোসাইন। বিশেষ আলোচক ছিলেন গোলাম মওলা মাইজভান্ডারী, মুফতি আবুল কাসেম তাহেরী। বক্তারা বলেন, আহলে বায়তের বিরোধিতা করে এজিদ বাহিনী রাসুল (.) নির্দেশনার বাইরে চলে গিয়ে লানতপ্রাপ্ত হয়েছেন।সৈয়দ আবু আহমদের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন মো. আলী, শেখ মোকসেদুর রহমান দুলাল, এম মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, মোহাম্মদ সেলিম, হাবীবুল হোসাইন, কামাল উদ্দিন আহমদ, মহিব উল্যাহ, মোহাম্মদ ওমর ফারুখ, মেজবাহ উদ্দিন, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মাওলানা ইলিয়াছ, আকতার মিয়া, আহসান উল্যাহ চৌধুরী বিভন, সাজ্জাদ হোসাইন, জয়নাল আবেদিন, মাওলানা মিনহাজ, রফিকুল আলম, মো. খুরশিদ আলম, হাফেজ যোবাইর, হারুন রশিদ, ডা. বরুণ কুমার আচার্য, আবু সাহাদাত মো. সায়েম সুমন, মো. ফারুখ, আলম, ইমন, জুয়েল, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধশাহসুফি আমানত খান (রহ .) দরবারে শাহাদাতে কারবালা মাহফিল