পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে গত ৮ জুলাই বোয়ালখালী পৌরসভার খায়ের মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে কর্মসূচিতে লিফলেট বিতরণ, ১০০টি খেজুর ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দরবার শরীফ ওয়াকফ এস্টেটের সভাপতি মো. মোস্তাফা কামাল মানিক। স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওয়াকফ এষ্টেটের সহ–সভাপতি শামসুল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক শেফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন কন্ট্রাক্টর, সদস্য মো. আবুল হাশেম চৌধুরী, মোজাহেরুল ইসলাম, মো. ইউসুফ, মো. জাহাঙ্গীর হোসেন, কাজী ইয়াকুব ইসলাম, মো. সেলিম উদ্দিন। প্রধান অতিথি এই বর্ষার মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে পাশে থাকার আশ্বাস দেন।সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এইচ.এম.শামীম, মাহতাব উদ্দিন, আখতার হোসেন নিজামী। শেষে দরবার শরীফে আগত ভক্তদের মাঝে বিলুপ্তপ্রায় খেজুর গাছ, নারিকেল গাছ ও ওষুধি গাছের চারা বিতরণ ও এবং চারা রোপণ করেন অতিথিবৃন্দ।