সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং গবেষণায় সহযোগী প্রতিষ্ঠান স্কেচ গ্যালারি (নন্দন) ২য় প্রযোজনা ‘সাজঘর’ সম্প্রতি মঞ্চে এনেছে। মঞ্চে একটি সাজানো গোছানো পরিপাটি নাটক দেখা গেলেও তা নির্মাণের পেছনে যে কত গল্প আছে তা অজানা থেকে যায়। এই গল্পগুলো আর সম্পর্কগুলো গ্রুপ থিয়েটারের শক্তি। পূর্বা নাট্যগোষ্ঠীর নতুন নাটক মঞ্চায়ন করতে গিয়ে গ্রুপ থিয়েটারের নিত্যনৈমিত্তিক সংকট, একজন অভিনেতার শিল্পীসত্তা ও ব্যক্তিসত্তার চিরন্তন টানাপোড়েনকে উপজীব্য করে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার ‘সাজঘর’ উপন্যাসে গ্রুপ থিয়েটার ও থিয়েটারের মানুষের না জানা গল্পগুলো তুলে এনেছেন। তার সাথে সমসাময়িক বিষয়ের আলোকে উপন্যাসের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। নাটকটিতে অভিনয় করছেন সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।
১৯ জুলাই হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করে ১৮ ও ১৯ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির ৪টি প্রদর্শনী হবে। স্কেচ গ্যালারি (নন্দন) ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে। ২০১৯ সালে ও হেনরির গল্প অবলম্বনে শাহরিয়ার হান্নানের রূপান্তর ও নির্দেশনায় তারা প্রথম নাটক ‘ভালোবাসি ভালোবাসি’ মঞ্চে আনে। প্রেস বিজ্ঞপ্তি।