পেকুয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু

অভিযানের প্রথম দিনে ধ্বংস করা হয়েছে ৫৫ হাজার চারা

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন নার্সারিতে থাকা প্রায় ৫৫ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা।

অভিযানে চলাকালে ইউএনও বলেন, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সরকারি পর্যায়ে এসব গাছ রোপণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আমরা নিয়ম মেনে এগুলোর চারা ধ্বংস করছি। এ সময় তিনি আরও বলেন, নার্সারির মালিকদের প্রতি প্রশাসনের কোনো বিদ্বেষ নেই। বরং তাদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনা ও ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা জানান, পেকুয়া উপজেলায় প্রায় ২০ লাখ আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা রয়েছে বিভিন্ন নার্সারিতে। আজকের (মঙ্গলবার) অভিযানে প্রাথমিকভাবে ৫৫ হাজার চারা ধ্বংস করা হয়েছে। এই অভিযান ধাপে ধাপে চলবে। তিনি বলেন, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ দ্রুত বর্ধনশীল হওয়ায় কৃষক ও নার্সারি ব্যবসায়ীরা লাভজনক মনে করে এগুলো রোপণ করেন। কিন্তু এই গাছগুলোর কারণে মাটির উর্বরতা হ্রাস পায়, ভূগর্ভস্থ পানির স্তর কমে যায় এবং আশেপাশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। সরকারি প্রকল্পগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস রোপণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় নার্সারি মালিকদের প্রতিক্রিয়ায় জানা যায়, কিছু নার্সারি মালিক চারা ধ্বংসে হতাশা প্রকাশ করেছেন। তবে প্রশাসনের ক্ষতিপূরণ ও প্রণোদনার আশ্বাসে তারা কিছুটা আশ্বস্ত। একজন নার্সারি মালিক জানান, আমরা জানতাম না এই গাছ নিষিদ্ধ। এখন প্রশাসন যদি সাহায্য করে, তাহলে আমরা পরিবেশবান্ধব গাছেই ফিরে যাবো।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের কার্যনির্বাহী কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগাং ও এরিস্টোক্রেসি ক্যাম্ব্রিয়ানের সেবা কার্যক্রম