কোতোয়ালীতে অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. আলমগীর হোসেন প্রকাশ আলম। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। গতকাল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তরদক্ষিণ) এসআই সতেজ বড়ুয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মো. আমলগীর হোসেন প্রকাশ আলমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় দুটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। সবমিলে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী মো. আলমগীর হোসেন প্রকাশ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়েছে দুই দোকান
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সভা