চেঙ্গী নদীতে ভাসছিল কিশোরের মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মহালছড়ি উপজেলায় চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টা পাড়ায় চেঙ্গী নদীর একটি অংশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে দেয় দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশটি চেহারা দেখে শনাক্ত করার পর্যায়ে নেই। নিহত ব্যক্তির গায়ে শার্ট ও প্যান্ট ছিল।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহের অবয়ব দেখে মনে হচ্ছে বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে। আমরা থানায় লাশ নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নে ঐক্যের সুর
পরবর্তী নিবন্ধবান্দরবানে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড