আজ বৃষ্টি

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

আজ বড় বৃষ্টি জলেভেজা হাওয়া

রিমঝিম সুরে বর্ষার গান গাওয়া

আজ বড় বৃষ্টি শ্রাবনের ধারা

অবিরাম ঝরছে বাঁধন হারা।

আজ বড় বৃষ্টি থৈ থৈ জল

নদী বুকে মিহি মিহি জোয়ারের ঢল

আজ বড় বৃষ্টি কালো মেঘে ঢাকা

বৃষ্টির জলে ধোওয়া বকুলের শাখা।

আজ বড় বৃষ্টি নেই কলরব

পাখিগুলো চুপচাপ ঘুমিয়েছে সব

আজ বড় বৃষ্টি আঁধার আকাশ

জলধারা ছুয়ে যায় জলডোবা ঘাস।

বাবুয়ের নীড় দোলে তালের শাখে

মাঝে মাঝে ক্ষুধার্থ ছানাগুলো ডাকে

আজ বড় বৃষ্টি ঘরে বসে একা

জানালায় বসে বর্ষার রূপ দেখা।

পূর্ববর্তী নিবন্ধএকটা বারান্দা বাগান হবে?
পরবর্তী নিবন্ধপরাবাস্তব