এনসিটি পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বুধবার তিনি দেশের সবচেয়ে বড় এবং চট্টগ্রাম বন্দরের সর্বাপেক্ষা আধুনিক টার্মিনালটি পরিদর্শনে আসেন।

এ সময় নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন যে, চিটাগাং ড্রাইডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে। নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এনসিটি২ জেটি এলাকায় কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কন্টেনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম পরিদর্শন করেন।

তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্য এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ৭ জুলাই চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কাছে এনসিটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেছে। ৬ জুলাই আগের অপারেটর সাইফ পাওয়ার টেকের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন নিশ্চিত করলে দেশের আমদানিরপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে যা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে। এ ছাড়াও দক্ষ ব্যবস্থাপনার বন্দরের সামগ্রিক কর্মক্ষমতা বাড়লে তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে, যা জাতীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৭৮৬