আজ সারা দেশে আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার সারাদেশে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই) রাতে দুই বোর্ডের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বাংলানিউজের।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এতথ্য নিশ্চিত করে বলছেন, আগামীকাল (আজ) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) ১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ। বন্যার কারণে এর আগে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের আরও ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার মোবাইল চুরি, ৭ ঘণ্টার মধ্যে উদ্ধার