নগরীর কোতোয়ালীর স্টেশন রোড এলাকায় হোটেল ও ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল পরিচালিত এই অভিযানে একাধিক অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানায়, পচা ডিম ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, তেলাপোকার উপদ্রব ও অস্বাস্থ্যকর রান্নাঘরের পরিবেশ পাওয়ায় আজাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, শিল্প লবণ ব্যবহার এবং পরিচ্ছন্নতার ঘাটতির কারণে গণি হোটেলকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কাদের ফার্মেসিতে ২ হাজার এবং ওষুধের গায়ে দাম কেটে অধিক দামে বিক্রি করার অপরাধে শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।