চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দ্বিতীয় দিনের মতো দলীয় পদপ্রত্যাশীদের আবেদন গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে দক্ষিণ জেলা বিএনপির অনেক নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাদের জীবন বৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। গত দুইদিনে তিন’শর অধিক আবেদন জমা পড়েছে। এ সময় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য লায়ন হেলাল উদ্দিন বলেছেন, দক্ষিণ চট্টগ্রামে বিএনপির মধ্যে ঐক্যের সুর বইছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে নজিরবিহীন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে রাজনীতির ইতিহাসে এভাবে আহ্বান করে নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত ও কর্মকাণ্ড যাছাই–বাছাই করা হয়নি। যোগ্য নেতৃত্ব তুলে আনতে প্রয়োজনে আবেদন জমার সময়সীমা আরো বৃদ্ধি করা হবে। হেলাল উদ্দিন বলেন, দলের সংকটকালে দেশনায়ক তারেক রহমানের আহ্বান ছিল নেতৃত্ব নিন এবং নেতৃত্ব দিন। সে আহ্বানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা বিগত দিনে দলের জন্য ত্যাগ, শ্রম, মেধা দিয়েছেন, নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে এবং তাদের হাতেই নেতৃত্ব তুলে দেয়া হবে। কোনো সুবিধাবাদী, ফ্যাসিবাদী, আওয়ামীলীগের দোসরের হাতে আমরা বিএনপির নেতৃত্ব তুলে দিতে চাই না। তিনি আরো বলেন, সব আবেদন গ্রহণ করার পর নির্দিষ্ট সময়ে তালিকা প্রকাশ করা হবে। তালিকাভুক্ত কোনো ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অভিযোগ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, নির্বাচন অতি সন্নিকটে। আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসনামলে মানুষ দীর্ঘবছর ভোট দিতে পারেনি। তাই ভোট কেন্দ্রবিমুখ মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে হবে। এ সময় তিনি পরস্পরের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ও ধানের শীষের হয়ে বিএনপির বিজয় চিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হেলাল উদ্দিন এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তথ্য–উপাত্ত সংগ্রহ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার, সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু, সালেহ জহুর ও এম মনছুর উদ্দিন, রাজীব জাফর চৌধুরী, সরোয়ার হোসেন মাসুদ, সালাউদ্দীন চৌধুরী সোহেল, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, হেলাল উদ্দিন ও শাহাদাত হোসেন সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।