ইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস্‌ চট্টগ্রামের কার্যকরী কমিটি গঠন

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস্‌ চট্টগ্রামের ২০২৫২০২৬ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমিন ফারজানা শাম্মী এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন আফরোজা ইয়াসমিন।

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রথম ভাইস প্রেসিডেন্ট আফরোজা জামান দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ফাতেমা জোহরা, ইমিডিয়েট প্রেসিডেন্ট জেবুনন্নেসা চৌধুরী লিজা, ট্রেজারার রেশমী মান্নান, জয়েন্ট ট্রেজারার কায়নাত আজমী, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার ক্রিস্টিনা জয়তী ম্যানডেজ, ক্লাব করোসপনডেন্ট রুম্মান আফতাব, এক্সিকিউটিভ মেম্বার ম্যাগনোলিয়া রিপেল গনসালভেস, রিজওয়ানা সালেহ, শিলা মারসার, অলিভিন হাওলাদার, সাবরিনা আজমী কান্তা ও সাবরিনা ইলাহী আইরিন। ইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস্‌ চট্টগ্রাম কমিটি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে চট্টগাম জেলা ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়াও নবগঠিত কমিটি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোরকিশোরীদের বয়ঃসন্ধি স্বাস্থ্য এবং সামাজের সুবিধা বঞ্চিত নারীদের শিক্ষা স্বাস্থ্য নিয়েও কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা কল্পতরু সংঘের নতুন কার্যকরী পরিষদ সভাপতি সৈকত, সাধারণ সম্পাদক মুমু
পরবর্তী নিবন্ধচবিতে ৫ম জাতীয় আইন অলিম্পিয়াড ১১ জুলাই থেকে