চবি ছাত্র শিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী,সেক্রেটারি পারভেজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী এবং সেক্রেটারি মনোনিত হয়েছেন মোহাম্মদ পারভেজ। সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহিমকে কেন্দ্রের জনশক্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ। সভায় শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ আলীকে সভাপতি ঘোষণা করেন এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী সেক্রেটারি জেনারেল হিসেবে মোহাম্মদ পারভেজকে মনোনয়ন দেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা কল্পতরু সংঘের নতুন কার্যকরী পরিষদ সভাপতি সৈকত, সাধারণ সম্পাদক মুমু