চাঁদ

আলমগীর কবির | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

আসমানে তারাদল

হাসে মিটিমিটি,

শিশুচাঁদ খামে তার

আনন্দ চিঠি।

খুশির খবর তার

পাতা জুড়ে লেখা,

চাঁদ কই?চাঁদ কই?

খোকা নয় একা

দলবেঁধে খুঁজে ওরা

চাঁদ আসমানে,

ওই দেখো চাঁদ দেখো

ঢেউ জাগে প্রাণে।

চাঁদ দেখে বাঁধ ভাঙে

হাসি ফোটে ঠোঁটে,

শিশুদের এই দলে

মিম সাজু জোটে।

শিশুদের হাসি দেখে

আকাশের কোলে,

মেঘেদের ফাঁকে চাঁদ

খুশি নিয়ে দোলে।

পূর্ববর্তী নিবন্ধমনের গতি
পরবর্তী নিবন্ধআবইয়াজের আমগাছ