জুলাই স্মৃতি পার্কে নির্মিত হবে জুলাই স্মৃতিস্তম্ভ

জুলাই অভ্যুত্থান উপলক্ষে ৩৬ দিনে ১৬৯টি প্রোগ্রাম

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস পালনে চট্টগ্রাম জেলার বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর পাঁচলাইশের জুলাই স্মৃতি পার্কে (জাতিসংঘ পার্ক) জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও রেঞ্জ ডিআইজির প্রতিনিধি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আর এম শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস পালনে চট্টগ্রাম জেলার বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান উপলক্ষে ৩৬ দিনে ১৬৯টি প্রোগ্রাম হবে। এসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ব নিয়ে আলোচনা হয়েছে। কোথায় জুলাই স্মৃতিস্তম্ভ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় টাইগারপাস, মুসলিম ইনস্টিটিউট ও পাঁচলাইশের জুলাই স্মৃতি পার্কের কথা উঠে এসেছে। একপর্যায়ে পাঁচলাইশের জুলাই স্মৃতি পার্কে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পরবর্তী নিবন্ধপিডিজি ফোরাম চট্টগ্রামের সভা