নগরীর পাহাড়তলী বাজারে নিম্নমানের চাল ব্র্যান্ডের বস্তায় ভরা ও ওজনে কম থাকার অপরাধে মেসার্স চৌধুরী অ্যান্ড কোম্পানি নামের একটি চালের আড়তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে আরো অংশ নেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।
ভোক্তা অধিদপ্তর জানায়, একই অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করায় মেসার্স হক রাইস এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং ওজনে কম ও মূল্য তালিকার সঙ্গে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় মেসার্স আদর স্টোর নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।