বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস একটি ভয়াবহ রূপ ধারণ করছে। যা আমাদের চিন্তিত ও উদ্বিগ্ন করে তুলছে। এই সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা অত্যন্ত প্রয়োজন।
করোনা ভাইরাস প্রতিরোধে যা যা করণীয় তা হলো নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, মুখে মাস্ক ব্যবহার করা এবং হাঁচি–কাশির সময় রুমাল বা কনুই ব্যবহার করা। তাছাড়া কেউ জ্বর, সর্দি বা শ্বাসকষ্টে ভুগলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং নিজেকে আলাদা রাখা উচিত যাতে অন্যদের সংক্রমিত না করেন।
একটি সচেতন জাতিই পারে এই মহামারিকে রুখে দিতে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজের পাশাপাশি আশেপাশের মানুষদেরও সচেতন করা।
এম এ সালাম
পাহাড়তলী, চট্টগ্রাম।